Monday, February 29, 2016

পল্লী কবি জসীমউদ্দীন


পল্লী কবি জসীমউদ্দীন
জসীমউদ্দীন (পুরো নাম জসীমউদ্দীন মোল্লা)একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান। তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুলও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ. এবং এম.এ শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন।
এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিঘতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগ্রহে সমাধিস্থ করা হয়।

Sunday, February 28, 2016

রাতের আকাশে তোমাকে খুজে চলি
আকাশ এ আজ কালো মেঘ, মেঘে মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। হঠাৎ কেন জানি অন্ধকার নেমে এসেছে। অনেক সময় বসে বসে ভাবলাম এ রূপ হওয়ার কারণ কি? অবশেষে বুঝতে পারলাম তুমি এখন আমার কাছে নেই বলে আমার আকাশ আজ অন্ধকারাচ্ছন্ন। পাখি গুলো হঠাৎ কলকাকলি বন্ধ করে দিল। হয়তো ওরা বুঝেছিল আজ তুমি আমার থেকে অনেক দিনের জন্য চলে যাবে। রাতের তারা গুলো আজ আর মিটি মিটি করে হাসে না। সামপান মাঝির কন্ঠে আর গান আসে না। সাগরের গর্জন কেমন জানি থেমে থেমে যাচ্ছিলএ সব কিছুর যে তোমার জন্য থেকে ছিল সেটা্ আমি বুঝতে পারলাম।


My Friend Rubel, Maruf and Me
Me, My Friend Al- Amin and Rubel
হ্যালো বন্ধুরা কেমন আছ? ছেলে বেলার বন্ধুদের সাথে সময় কাটানো মজা টাই অন্য ধরনের। তোমরা সবাই সে কথা জানো। যখন একসাথে সব সময় থাকতে পারতাম তখন বুঝেতে পারতাম না ও রা আমার কতটা ভালো বন্ধু। ওরা আমার কতটা কাছের। আজ আমি ওদের থেকে অন্য আরেকটা জিবনে পাড়ি জমায়েছি, আর সেটা হলো বাস্তব জিবনে আজ আমি আমার সেই ছেলে বেলার বন্ধুদের কে অনেক মিস করি। রাস্তায় বের হলে ওদের খুজি, আমি জানি ওরা এখানে নেই তারপর ও ওদের কে খুজে যাই।.........................................

Saturday, February 27, 2016

Tanvir Ahmed


Hi, I am Tanvir Ahmed. Today i am create first time blog address. At present I am happy. Because i am join in Internet side. Then at first I says thanks Allah. And thanks Niktar Hossain. He is my boss in this side. Dear I am believe one day I will be over come in this side.