Sunday, March 13, 2016

Amar Harh kala korlam re by Rock Star MMD RST




অনেক দিন পরে আজ কর্মস্থলের কয়েকজন বন্ধু মিলে অনেক
মজা করলাম। আমার হাড় কালা করলামরে ও আমার দেহ কালার লাগিয়া গানটা সবাই মিলে গায়লাম।
এখানে তবলায় ছিলেন দেলোয়ার হোসেন, ঢোলে ছিলেন মহিদ মল্লিক, মূল গায়ক এইচ এম মিরাজ,
গিটার এ তানভীর আহমেদ, মিউজিক এ ছিলেন আদনান রফিক, সার্বিক তত্বাবধানে এবং ভিডিও তে
ছিলেন আমাদের প্রাণ প্রিয় বড় ভাই সাইদুল ইসলাম সাঈদ। 

Wednesday, March 2, 2016

আমরা বাঙালী, আমাদের নামের সাথে অনেক বড় একটা ইতিহাস আছে। আমরা গত এশিয়া কাপে হেরে যাওয়ার শোধ তুললাম। আমরা শোধ ‍দিতে জানি......................... বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্র্রতিটি সদস্য ই এ দেশের জন্য যুদ্ধ করে তারা আজও যুদ্ধ করলেন এবং মহান আল্লাহর অশেষ রহমতে বিজয় ছিনিয়ে আনলেন। এ জন্য আমি আমার পক্ষ থেকে সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Boss of Bangladesh National Cricket Team

Tuesday, March 1, 2016

আমার বন্ধু মহিদুর রহমান

মহিদুর রহমান
আমার বন্ধু মহিদুর রহমান (ডাক নাম মহিদ মল্লিক)। তার বেড়ে ওঠা গ্রামের আলো- বাতাস, নদী নালা, আকা বাকা রাস্তা, সবুজ মাঠের মধ্য দিয়ে। স্কুল, কলেজ এর বন্ধুদের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ানো। এ পাড়ায় ও পাড়ায় ছোটা ছুটি করা তার অনেক ভালো লাগতো। স্কুল মাঠে খেলাধুলা করা, বন্ধুদের সাথে এক সাথে বসে আডডা দিতে অনেক ভালোলাগতো তার। এখন সে একটা সরকারী চাকরী করে। তার সাথে আমার এ চাকরী সূত্রে ই পরিচয়। আমি প্রায় সময় ই দেখি সে মন খারাপ করে থাকে। সে যে তার শৈশব কে, তার মা, বাব, ভাই, বোন, বন্ধু বান্ধবদের অনেক মিস করে আমি সেটা বুঝতে পারতাম তাই তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়। এখন সে আর আমি এক সাথে ই থাকি, এক সাথে অফিসের জন্য বের হই, বিকালে ঘুরতে যাই। তবে এখন ও সময় পেলেই তার মন  ছুটে যায় সে সব স্মৃতির কাছে.....................

তানভীর আহমেদ

সৌজন্যে: তানভীর আহমেদ